আলটিমেটামের সময় শেষ, আদালতে যেতে প্রস্তুতি নিচ্ছেন এমপি মোকতাদির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ২৫ মে ২০২১

তাণ্ডবের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতে ইসলামের নেতাদের বিরুদ্ধে মামলা ২৪ মের মধ্যে নথিভুক্ত করতে আলটিমেটাম দিয়েছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত স্থানীয় কমিটির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। গত ২২ মে ফেসবুকে তার ব্যক্তিগত আইডিতে একটি পোস্টের মাধ্যমে এই আলটিমেটাম দেন।

এমপি মোকতাদির চৌধুরীর আলটিমেটামে দেয়া সময়ের মধ্যে তার দায়ের করা মামলার আবেদনটি নথিভুক্ত হয়নি। ফলে আদালতে মামলাটি করতে প্রস্তুতি নিচ্ছেন বলে জাগো নিউজকে নিশ্চিত করেন এমপি নিজেই।

মোকতাদির চৌধুরী বলেন, ‘আমার দায়ের করা মামলাটি নথিভুক্ত করতে তাদের সময় লাগছে। তারা (পুলিশ) তাদের তদন্ত শেষ করতে পারেনি। আমি তো আদালতে যাবই, আদালতে যেতে প্রস্তুতি নিচ্ছি। আমাকে সাইবার ট্রাইব্যুনালে যেতে হবে। তাই সেখানে যেতে আমারও কয়েকটা দিন সময় লাগবে। এরই মধ্যে সংসদ চালু হচ্ছে, আমাকে সময় বের করতে হবে। তবে আমার আইনজীবীরাও মামলাটি আদালতে দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। এ সময়ে যদি মামলাটি থানায় নথিভুক্ত হয়, তাহলে আমি আর আদালতে যাব না।’

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী মাসুদ ইবনে আনোয়ার জাগো নিউজকে বলেন, ‘মামলাটি পরীক্ষা-নিরীক্ষার জন্য সিআইডিতে পাঠানো হয়েছিল। তাদের রিপোর্ট আসার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এরই মধ্যে রিপোর্টটি দ্রুততম সময়ে আনার জন্য চেষ্টা করছেন।’

উল্লেখ্য, গত ১ মে হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মাওলানা সাজিদুর রহমান এবং সাধারণ সম্পাদক মাওলানা মোবারক উল্লাহসহ ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা দেড়শ জনকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেন।

দীর্ঘদিনেও মামলাটি নথিভুক্ত না হওয়ায় ২২ মে র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ২৪ মের ভেতরে নথিভুক্ত করতে আলটিমেটাম দেন।

আবুল হাসনাত মো. রাফি/এসজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।