কুড়িগ্রামে মাদকসহ দুই কারবারি আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ২৬ মে ২০২১

কুড়িগ্রামে মাদকবিরোধী পৃথক দুই কারবারিকে আটক করেছে পুলিশ। তারা হলেন, রৌমারী উপজেলার সদর ইউনিয়নের নতুন বন্দর এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে মাহবুবুর রহমান এবং ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের ফুলকুমার গ্রামের শামসুল হকের ছেলে মোস্তফা কামাল।

বুধবার (২৬ মে) সকালে রৌমারী বাজারের ভোলা মোড় নামক এলাকা থেকে মাহবুবুর রহমান ও একই দিন দুপুরে ভুরুঙ্গামারীর পাথরডুবি ইউনিয়নের ফুলকুমার গ্রাম থেকে মোস্তফা কামালকে আটক করা হয়।

পুলিশ জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা পুলিশের একটি দল ভোলা মোড় এলাকায় অভিযান চালায়। এসময় তোরাব আলীর দোকানের সামন থেকে মাদক কারবারি মাহবুবুর রহমানকে তল্লাশী চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

অপরদিকে দুপুরে এসআই গাবুর আলী ও এএসআই বুলবুলের নেতৃত্বে ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের ফুলকুমার গ্রামের নিজ বাড়ি থেকে ৪৪০ গ্রাম গাঁজাসহ মাদক মোস্তফা কামালকে আটক করা হয়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ এবং ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মাসুদ রানা/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।