বঙ্গবন্ধুর সমাধিতে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যানের শ্রদ্ধা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মো. মশিউর রহমান।
বুধবার (২৬ মে) দুপুর ১টায় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় গোপালগঞ্জের এনডিসি মিলন সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. উসমান গণি, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম হেদায়েতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএমএম/এএসএম