লোহাগড়া শহরকে সিসিটিভিতে মুড়ে দিলেন মাশরাফি
নড়াইলের লোহাগড়ার শহরকে ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি) আওতায় নিয়ে এলেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) মাশরাফি বিন মুর্তজা। নতুন করে পৌর এলাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে ১০০টি সিসিটিভি লাগানো হয়েছে। এর মাধ্যমে কার্যত গোটা শহরকে সিসিটিভিতে মুড়ে দেয়া হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, লোহাগড়া পৌর এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ ও পুলিশি নজরদারি বাড়াতে এ ক্যামেরাগুলো সহায়ক হবে।
নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো.তরিকুল ইসলাম অনিক বলেন, অপরাধমুক্ত নড়াইল জেলা গড়তে সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার এ উদ্যোগ প্রশংসিত হচ্ছে। সিসিটিভিগুলো নিয়ন্ত্রণ করবে নড়াইল পুলিশ সুপারের কার্যালয় ও লোহাগড়া থানা। এতে পৌর এলাকার অপরাধমূলক কর্মকাণ্ড রোধ করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, দুই বছর আগে ৫৪টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয় এখানে। এতে শহরের অপরাধমূলক কর্মকাণ্ড কমে আসে। এবার আরও ১০০টি ক্যামেরা লাগানো হচ্ছে। এভাবে ধীরে ধীরে বাস্তবায়িত হবে মাশরাফির ‘ক্লিন নড়াইল, ড্রিম নড়াইল’ স্বপ্ন।

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.হায়াতুর রহমান বলেন, ‘নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা একজন পরিচ্ছন্ন ব্যক্তি। তিনি নড়াইল জেলাকে সন্ত্রাস, মাদক, চুরি-ডাকাতি, ছিনতাই, রাহাজানি, নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ড মুক্ত করতে চান। যে কারণে তিনি নড়াইলে আসলেই মানুষের দ্বারে দ্বারে ছুটে বেড়ান। কোথায় কী সমস্যা নিজ চোখে তা দেখেন ও নিজ কানে মানুষের কথা শুনতে চান’।
লোহাগড়া পৌর মেয়র মো.আশরাফুল আলম বলেন, ‘সংসদ সদস্য মাশরাফির বিন মুর্তজার বিকল্প তিনি নিজেই। সমাজ উন্নয়নে তিনি যে কাজগুলো করে যাচ্ছেন তার তুলনা নেই।’
নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, ‘সিসিটিভি ক্যামেরা স্থাপনের ফলে নড়াইলের অপরাধমূলক
কর্মকাণ্ড অনেকাংশই কমে যাবে বলে আশা করছি।’
হাফিজুল নিলু/এসএমএম/জেআইএম