ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৩:৪৩ এএম, ২৮ মে ২০২১
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মালেকা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) বিকেল ৫টার দিকে রামরাইল ইউনিয়নের উলচাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মালেকা বেগম ওই এলাকার মৃত আব্দুর রহমানের স্ত্রী।

তার পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে হাত-মুখ ধোয়ার জন্য বাথরুমে যান মালেকা বেগম। এ সময় বাথরুমের ভেতরে বিদ্যুতের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাথরুমে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসে। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আরিফুজ্জামান হিমেল জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মালেকা বেগমের মৃত্যু হয়। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ায় হৃদযন্ত্রের কাজ বন্ধ হয়ে মারা যান তিনি।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, হাসপাতাল সূত্রে জানতে পারি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারী মারা গেছেন। মৃত্যুর কথা শুনে পরিবারের লোকজন মরদেহ নিয়ে চলে যায়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজ নিয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

আবুল হাসনাত মো. রাফি/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।