অটোরিকশা-মাহিন্দ্রার মুখোমুখি সংর্ঘষে যুবকের মৃত্যু
ভোলা থেকে ঢাকা যাওয়ার পথে অটোরিকশা ও মাহিন্দ্রর মুখোমুখি সংর্ঘষে মো. নোমান (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিন অটোরিকশা যাত্রী আহত হয়েছেন। বর্তমানে তারা ভোলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
শুক্রবার (২৮ মে) দুপুর ২টায় সদর উপজেলার ইলিশা তুলাতুলি এলাকার ভোলা-লক্ষ্মীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নোমান ভোলার লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মো. সেলিমের ছেলে।
স্থানীয়রা জানান, নোমানসহ চার যাত্রী নতুনবাজার এলাকা থেকে অটোরিকশা করে ইলিশা জংসনের উদ্দেশে রওনা হন। ইলিশা তুলাতুলি এলাকার ভোলা-লক্ষ্মীপুর সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অটোরিকশাটির। এতে অটোরিকশার ড্রাইভারসহ চার যাত্রী আহত হন।
পরে স্থানীয়রা তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মো. নোমান মারা যান।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ শেখ বিষয়টি নিশ্চিত করেন।
জুয়েল সাহা বিকাশ/এসএমএম/জেআইএম