পর্যটক রাখায় হোটেল প্রিন্সকে ফের জরিমানা-কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১২ এএম, ৩০ মে ২০২১

সরকারি নির্দেশ অমান্য করে পর্যটক রাখায় রাঙ্গামাটির আবাসিক হোটেল প্রিন্সকে  জরিমানা ও ম্যানেজারকে কারাদণ্ড দিয়েছে জেলা প্রশাসন।

শনিবার (২৯ মে) সন্ধ্যায় শহরের দোয়েল চত্বর এলাকায় আবাসিক হোটেল প্রিন্সে পর্যটক রাখায় প্রতিষ্ঠানটির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা ও ম্যানেজারকে তিন দিনের কারাদণ্ড এবং ছয় পর্যটককে তিন হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহমান।

করোনা সংক্রমণ রোধে গত ১ এপ্রিল থেকে রাঙ্গামাটির সব পর্যটন স্পট এবং হোটেল-মোটেল বন্ধ করে দেয়া হয়। সে নির্দেশনা এখনো বলবৎ থাকলেও কয়েকদিন ধরে পর্যটক রাঙ্গামাটিতে আসতে শুরু করে। পর্যটকদের সে আগমন বন্ধে আবাসিক হোটেল ও পর্যটন স্পটে নিয়মিত অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। 

এর আগে পর্যটক রাখায় গত ১৬ মে হোটেল প্রিন্সকে জরিমানা এবং সতর্ক করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহমান। কিন্তু সে নির্দেশনা অমান্য করায় এবার হোটেল মালিকের জরিমানা ও ম্যানেজারকে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহমান বলেন, সরকারি নির্দেশনা না মানায় হোটেল প্রিন্সকে জরিমানা ও ম্যানেজারকে কারাদণ্ড দেয়া হয়েছে। এ সময় মাস্ক না পরার অপরাধে অন্য এক ব্যক্তিকে এক হাজার টাকা জরিমানা করা হয়।  

শংকর হোড়/এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।