শৈলকুপায় আধিপত্য বিস্তারে দফায় দফায় হামলা-ভাঙচুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৫:২১ পিএম, ৩০ মে ২০২১

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় দফায় দফায় হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। রোববার (৩০ মে) সকালে উপজেলার রাণীনগর গ্রামে ফের হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের শফিউদ্দিন জোয়ার্দ্দার ও ইয়ারুস শেখের সমর্থকদের মাঝে বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার রাতে ইয়ারুস শেখের কিছু লোক শফিউদ্দিনের দলে যোগদান করে। দল ভারি হওয়ায় ওইদিন রাতেই শফিউদ্দিনের সমর্থকরা ইয়ারুসের সমর্থক সিদ্দিক মোল্লা, লতিফ মোল্লা, তোফাজ্জেল মোল্লা, আসাদুল মোল্লা, সুরাপ মৃধা, নওশের মোল্লা, কালাম মোল্লার বাড়িসহ আশপাশের ১৫টি বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। পরবর্তীতে রোববার সকালে গ্রামের ফারুক হোসেন, আব্দুল গণি, মোবারক বিশ্বাস, সাবু বিশ্বাসের চারটি বাড়িসহ বেশকিছু বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে।

ওই গ্রামের তাসলিমা খাতুন নামের এক গৃহবধূ বলেন, প্রায়ই শফিউদ্দিনের লোকজন আমাদের বাড়ি ভাঙচুর করে। বৃহস্পতিবার ওদের সমাজে লোক গেছে। এখন ওদের লোক বেশি তাই আমাদের বাড়ি ভাঙচুর করেছে।

এদিকে দফায় দফায় বাড়িঘরে হামলা-ভাঙচুরের ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে স্থানীয়রা।

এ ব্যাপারে শৈলকুপা থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম বলেন, সেদিন আধিপত্য বিস্তারে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আব্দুল্লাহ আল মাসুদ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।