সাতক্ষীরায় বিদেশি পিস্তলসহ গুলি উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৮:০০ পিএম, ৩০ মে ২০২১

সাতক্ষীরার কলারোয়া থেকে একটি বিদেশি পিস্তল, নয় রাউন্ড গুলি ও দুটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৯ মে) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার দক্ষিণ ভাদিয়ালীর খালমুখ কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

jagonews24

বিজিবির সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় একটি নাইন এমএম বিদেশি পিস্তল, নয় রাউন্ড গুলি ও দুটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও ম্যাগাজিন কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আহসান রাজিব/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।