৯৯৯-এ কল পেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৪:২৫ পিএম, ৩১ মে ২০২১
প্রতীকী ছবি

টাঙ্গাইল পৌর শহরের সিএনবি রোড় থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ।

সোমবার (৩১ মে) দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সিএনবি রোড দিয়ে যাওয়ার সময় পলিথিনে মোড়ানো একটি নবজাতকের মরদেহ দেখতে পান। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি জানানো হয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

টাঙ্গাইল সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওহাব বলেন, ‘৯৯৯-এ কল পেয়ে সিএনবি রোড পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার করি। মৃত নবজাতকের সুরতহাল শেষে দাফনের ব্যবস্থা করা হবে।’

আরিফ উর রহমান টগর/এসজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।