ঢাকায় নেয়া হচ্ছে শরীর দিয়ে রক্তঝরা সেই আশিকাকে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৮:১২ পিএম, ৩১ মে ২০২১

উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকা নেয়া হচ্ছে দিনাজপুরে অজানা ‘রোগে’ আক্রান্ত শিশু আশিকা জান্নাতকে (১২)।

সোমবার (৩১ মে) রাত ১১টা ১০ মিনিটে একতা এক্সপ্রেসে বাবা আলমগীর হোসেন ও মা মাহফুজা খাতুন সঙ্গে রওনা দেবে সে। পরদিন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তাকে ভর্তি করানো হবে।

গত শুক্রবার (২১ মে) ‘দিনে ২০-২৫ বার আশিকার শরীর দিয়ে রক্ত ঝরছে’ শিরোনামে জাগো নিউজে একটি প্রতিবেদন প্রকাশ হয়।

প্রতিবেদনে বলা হয়, আশিকা জান্নাতের শরীরের বিভিন্ন স্থান থেকে হঠাৎ তাজা রক্ত বের হয়ে আসে। স্থানীয় চিকিৎসকদের চেষ্টার পর কোনো উন্নতি না হওয়ায় তাকে ঢাকা নেয়ার পরামর্শ দেন তারা। কিন্তু সে সামর্থ্য নেই আশিকার পিতা মাতার।

jagonews24

আশিকার মা মাহফুজা খাতুন বলেন, রোজার সময় হঠাৎ একদিন আশিকার মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। তখন চিকিৎসকের পরামর্শে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনদিন থাকার পর সুস্থ হয়ে উঠলে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু আবারও রক্তপাত শুরু হয়। প্রথমে মুখ দিয়ে রক্তপাত হলেও পরে নাক-মুখ, কান, চোখ, হাত-পায়ের নখ, হাতের তালু, পায়ের তালু, পিঠ, নাভিসহ বিভিন্ন অংশ দিয়ে রক্ত বের হয়। প্রতিদিন অন্তত ২০ থেকে ২৫ বার রক্ত বের হয় তার শরীর থেকে।

তিনি আরও বলেন, একটু রক্ত বের হওয়ার পর তা বন্ধ হয়ে যায়। এক অংশ থেকে রক্ত বের হওয়ার পর সে জানতে পারে এবার শরীরের কোন অংশ থেকে রক্ত বের হবে। তখনই হাতে টিস্যু নিয়ে চেপে ধরার জন্য প্রস্তুত থাকে সে থাকে।

এদিকে সংবাদ প্রকাশের পর আশিকার চিকিৎসায় এগিয়ে আসেন হৃদয়বান ও দানশীল কিছু মানুষ। এরপর ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তার বাব-মা। পরে জাগোনিউজের প্রতিবেদকের সহযোগিতায় একতা এক্সপ্রেসের তিনটি টিকিট নিয়ে রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন।

এমদাদুল হক মিলন/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।