সাড়ে পাঁচ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা মাঝি আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:৩৪ এএম, ০১ জুন ২০২১
ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে ৫ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ ক্যাম্পের সাবেক এক মাঝিকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

সোমবার (৩১ মে) মধ্যরাতে বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পের জি-ব্লকে ওই রোহিঙ্গার বাসা হতে এসব ইয়াবা জব্দ ও তাকে আটক করা হয়।

আটক গুরা মিয়া (৪৫) বালুখালী ৯নং ক্যাম্পের জি-ব্লক মৃত নুর আহমদের ছেলে ও তিনি সেই ক্যাম্পের সাবেক হেড মাঝি।

র‌্যাব কর্মকর্তারা জানায়, গুরা মিয়া মাঝির বসতঘরে ইয়াবার একটি বড় চালান মজুত করার খবর পেয়ে অভিযান চালানো হয়। পরে তার বসতঘরের ভেতর থেকে ৫ লাখ ৫০ হাজার পিস উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র‌্যাব-১৫ উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাড়ে ৫ লাখ ইয়াবাসহ ক্যাম্প একজন সাবেক মাঝিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সায়ীদ আলমগীর/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।