রামেকে নতুন করে সাতজনের মৃত্যু, আক্রান্ত ১৩৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০১:০৬ পিএম, ০১ জুন ২০২১
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন সাতজন। পাশাপাশি ৩১৪ জনের নমুনা টেস্ট করে ১৩৪ জনের রেজাল্ট পজিটিভ এসেছে।

সোমবার (৩১ মে) বেলা ১২টা থেকে মঙ্গলবার (১ জুন) বেলা ১২টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

তিনি বলেন, রামেক হাসপাতালে ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে পাঁচজন মারা গেছেন। এছাড়া ২২ ও ১৬ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন। এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের তিনজন, নাটোরের দুইজন, নওগাঁর একজন ও রাজশাহী জেলার একজন রয়েছেন। দুইজন উপসর্গ নিয়ে ও বাকি পাঁচজন করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে আরও ৩০ জন রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছেন ১৮ জন। পাশাপাশি রাজশাহীর ১০ ও নাটোরের দুইজন এসেছেন।

jagonews24

মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে ভর্তি রয়েছেন ২১৬ জন। আশঙ্কাজনক অবস্থায় ১৬ জন আইসিইউতে চিকিৎসাধীন। এদের মধ্যে ৯২ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯ জন।

ফয়সাল আহমেদ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।