পায়ুপথে ইয়াবা পাচার করতে গিয়ে ধরা যুবক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৬:২৯ পিএম, ০১ জুন ২০২১

পায়ুপথে ইয়াবা ঢুকিয়ে পাচারের সময় পুলিশের হাতে ধরা পড়লেন সাইদুল ইসলাম নামে ফরিদপুরের এক যুবক। এক হাজার ৯৫০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১ জুন) বিকেলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার সাইদুল ফরিদপুরের ভাংগা থানার নলিয়া গ্রামের বাসিন্দা মৃত লাল মিয়ার ছেলে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘গোপন সংবাদে আমরা জানতে পারি টেকনাফ থেকে কিছু মাদক ব্যবসায়ী ইয়াবা নিয়ে কক্সবাজারের দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলার হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। রাত অনুমান সাড়ে এগারোটার দিকে একটি গাড়ি থেকে সন্দেহজনক অবস্থায় সাইদুলকে আটক করা হয়। পরে স্বীকারোক্তিতে তার পায়ুপথ থেকে বিশেষ কায়দায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।’

yaba2

ওসি আরও বলেন, ‘ভিন্ন কৌশলে ইয়াবা পাচারের অনেক কাহিনী সম্পর্কে অবগত ছিলাম। কিন্তু এই প্রথম কোনো ব্যক্তি পায়ুপথে ইয়াবা পাচার করেছিলেন তা সচক্ষে দেখলাম। এর আগেও ওই লোক একই কায়দায় ইয়াবা পাচার করেছে বলে স্বীকার করে।’

গ্রেফতার সাইদুলের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে বলেও ওসি।

সায়ীদ আলমগীর/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।