প্রতিবন্ধীকে ধর্ষণ, অভিযুক্তকে পালাতে সাহায্য করলেন ২ ইউপি সদস্য

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ০২ জুন ২০২১
ফাইল ছবি

টাঙ্গাইলের মোস্তফা কামাল (৩৪) নামের এক দিনমজুরের বিরুদ্ধে বুদ্ধি প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এসময় স্থানীয়রা অভিযুক্ত ধর্ষককে আটক করেন। কিন্তু মীমাংসার কথা বলে তাকে পালিয়ে যেতে সাহায্য করেন স্থানীয় দুই ইউপি সদস্য বলে অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার।

গত বুধবার (২৬ মে) বিকেলে সখীপুর উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবার জানায়, গত ২৬ মে বিকেলে সাড়ে ৪টায় বুদ্ধি প্রতিবন্ধী ওই তরুণী গরুর খাওয়ার জন্য ঘাস কাটতে বাড়ির পাশে জঙ্গলে যান। এসময় সেখানে আগে থেকে ওত পেতে থাকা ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য শিউলী বেগমের বাড়ির ভাড়াটিয়া মোস্তফা তার মুখে গামছা বেঁধে তাকে ধর্ষণ করেন।

একপর্যায়ে ওই তরুণীর চিৎকার শুনে আশপাশের লোকজন দৌড়ে এসে মোস্তফাকে আটক করে মারধর করেন। খবর পেয়ে নারী ইউপি সদস্য শিউলী বেগম আরেক ইউপি সদস্য বছির উদ্দিনকে সঙ্গে নিয়ে ভুক্তভোগীর বাড়িতে ছুটে আসেন।

বিষয়টি মীমাংসার কথা বলে ধর্ষক মোস্তফাকে বাসায় নিয়ে যান ইউপি সদস্যরা। পরদিন থেকে অভিযুক্তকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দাবি করেন তারা।

এদিকে ভুক্তভোগীর পরিবার ইউপি সদস্যদের ভয়ে থানায় মামলা করতেও সাহস পাচ্ছেন না বলে জানা যায়।

সংরক্ষিত নারী ইউপি সদস্য শিউলী বেগম ও ইউপি সদস্য বছির উদ্দিন বলেন, আমরা কারো দায়িত্ব নেইনি। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে আমাদের মীমাংসার দায়িত্ব দেয়া হয়েছিল। তবে ঘটনার পরদিন থেকে অভিযুক্ত মোস্তফাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না ও তার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ রয়েছে।

হাতিবান্ধা ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন বলেন, ঘটনাটি আমার ইউনিয়নের মধ্যে হলেও মীমাংসার দায়িত্ব নেয়া দুই ইউপি সদস্যই আমার পাশের ইউনিয়নের। মেয়েটির পরিবারকে আইনি সহায়তা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

ভুক্তভোগীর বাবা অভিযুক্ত মোস্তফাকে গ্রেফতার ও তাকে পালাতে যারা সাহায্য করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে সাইদুল হক ভূইয়া বলেন, বিষয়টি আমাদের জানা নেই। অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আরিফ উর রহমান টগর/এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।