সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় আরও ৫০ জনের করোনা শনাক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৬:০২ পিএম, ০২ জুন ২০২১
ফাইল ছবি

ভারতীয় সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় হঠাৎ করোনা সংক্রমণ আশংকাজনকভাবে বেড়েছে। প্রতিদিন উদ্বেগজনক হারে বাড়ছে শনাক্তের হার।

বুধবার (২ জুন) জেলায় শনাক্তের হার ৫১ শতাংশের বেশি। গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে ৯৪ নমুনা পরীক্ষা করে ৫০ জন পজিটিভ হয়েছেন। এর আগে গত ৩১ মে ৯০ রোগীর নমুনা পরীক্ষায় শনাক্ত হয় ৩৭ জন।

সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, ২২ মে’র পর থেকে সাতক্ষীরায় করোনা সংক্রামণ বেড়েছে। ২৩ মে সংক্রমণের হার ছিল ৩৮ শতাংশ। ২৪ মে এ হার বেড়ে দাঁড়ায় ৪১ শতাংশে। ২৫ মে আবারো কমে দাঁড়ায় ৪০ শতাংশে। ২৬ মে সংক্রমণের হার দাঁড়ায় ৪৬ শতাংশে। ২৭ মে শূন্য থাকার পরে ২৮ মে সংক্রমণের হার দাঁড়ায় ৪৩ শতাংশে। সবশেষ ৩০ মে ৯১ টেস্টের বিপরীতে পজিটিভি হয়েছেন ৩৭ জন। এছাড়া ২৩ মে করোনায় একজন মারা যান।

তিনি আরও বলেন, সীমান্তবর্তী জেলা হওয়ায় ভারতীয় নাগরিক এবং ভারতফেরত বাংলাদেশিদের যাতায়াতের কারণে দিন দিন করোনার হটস্পট হয়ে উঠেছে সাতক্ষীরা। এজন্য জেলার চোরাপথ দিয়ে অবৈধ প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

আহসানুর রহমান রাজীব/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।