কালচারাল অফিসার হত্যা : দুই মাসেও গ্রেফতার হয়নি ঘাতক স্বামী
টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার খন্দকার রেদওয়ানা ইসলাম হত্যার দুই মাস পরও মামলার প্রধান আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ নিয়ে ভুক্তভোগী পরিবারে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, গত ২৭ মার্চ টাঙ্গাইলের কমুদিনি হাসপাতালের দোতলায় ১১ নম্বর কেবিন থেকে রেদওয়ানা ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে ২২ মার্চ ওই হাসপাতালে তিনি একটি কন্যা সন্তান প্রসব করেন।
এ ঘটনায় ২৮ মার্চ নিহতের ভাই খন্দকার আরশাদুল আবিদ খন্দকার রেদওয়ানা ইসলামের স্বামী পাবনা সদর উপজেলার হেমায়েতপুর চরভাঙ্গারিয়া গ্রামের মো. এলাহি মোল্লার ছেলে দেলোয়ার হোসেন মিজানকে আসামি করে মামলা করেন।
দেলোয়ার হোসেন মিজান সোশ্যাল ইসলামী ব্যাংক ভোলা সদরের মহাজনপট্টি শাখায় কর্মরত বলে জানা গেছে।
মামলার বাদী খন্দকার আরশাদুল আবিদ বলেন, হত্যাকাণ্ডের দুই মাসের বেশি হয়ে গেলেও আসামি গ্রেফতার হয়নি। প্রতিনিয়ত অবস্থান পরিবর্তন করায় তাকে গ্রেফতারে সময় লাগছে বলে পুলিশ জানিয়েছেন। রংপুরে অবস্থান করায় আমি নিয়মিত আসতে পারিনা। মোবাইলে মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রাখতে হচ্ছে। তিনি যা বলেন তাই বিশ্বাস করতে হচ্ছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, আসামি দেলোয়ার হোসেন মিজানকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এস এম এরশাদ/আরএইচ/এএসএম