জামালপুরে ১২ জুয়াড়ি আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৯:১৯ পিএম, ০২ জুন ২০২১

জামালপুরের বকশীগঞ্জের দুর্গম পাহাড়ি এলাকা থেকে ১২ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বুধবার (২ জুন) উপজেলার কামালপুর ইউনিয়নে লাউচাপড়া থেকে তাদের আটক করা হয়।

আটককৃত হলেন- ওই গ্রামের রিয়াজুল হকের ছেলে ইমান আলী (৪২), ময়তুল্লার ছেলে আব্দুল হক (৪৫), আব্দুস সামাদের ছেলে আশকর আলী (৪৫), নুরুল হকের ছেলে রফিক (৪৫), জমর আলীর ছেলে আব্দুর রাজ্জক (৪০), জবেদ আলীর ছেলে শাহ আলম (৪৫), মহিন উদ্দিনের ছেলে আওয়াল (৩০), গাজীউর রহমান ছেলে রমজান (৩৮), আবেদ আলীর ছেলে জহিরুল (৩৫), নুরুল হকের ছেলে সাইফুল ইসলাম (৩৫), ইসমাইল হোসেনের ছেলে সাইদুর রহমান (৩০) ও ফরাজ উদ্দিনের ছেলে মোন্নাফ (২৫)।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।