স্বামী অচেতন, গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার
মুন্সিগঞ্জের শ্রীনগরে পারভীন বেগম (৩৫) নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ জুন) সকাল ১০টার দিকে উপজেলার বালাশুর এলাকায় আড়িয়াল বিল থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এছাড়া ভোর ৪টার দিকে উত্তর বালাশুর বাঘাডাঙ্গা এলাকা থেকে ওই নারীর স্বামী ওয়াহিদ মুন্সিকে অচেতন অবস্থায় পাওয়া যায়।
পরিবারের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে স্বামীসহ তাকে বাসা থেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে।

নিহত পারভীনের ফুপাতো ভাই আল আমিন বলেন, পারভীন বেগমের স্বামীর সঙ্গে প্রতিবেশীর জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জেরে বুধবার (২ জুন) গভীর রাতে বাসা থেকে ১০-১৫ জন ওয়াহিদ মুন্সি ও পারভিন বেগমকে তুলে নিয়ে যায়। তাদের ২-৩ জন ওয়াহিদ মুন্সির পূর্ব পরিচিত। তাদের সঙ্গে ওয়াহিদ মুন্সির জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। একপর্যায়ে তাদের সঙ্গে দুর্বৃত্তদের ধস্তাধস্তি হয়। ঘটনাক্রমে ওয়াহিদ মুন্সি পালিয়ে প্রাণে বেঁচে যান। পরে তাকে রাত ৪টার দিকে বাড়ির পাশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। আর সকাল ১০টার দিকে তার স্ত্রী পারভীন বেগমের গলাকাটা মরদেহ পাওয়া যায় আড়িয়ল বিলে।
এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম জানান, মরদেহ দেখে বুঝা যাচ্ছে তাকে হত্যা করা হয়ছে। হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
আরাফাত রায়হান সাকিব/এএইচ/জেআইএম