বগুড়ায় এক কোচিং সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ০৩ জুন ২০২১

বগুড়ায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার চালু রাখায় এক কোচিং সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩ জুন) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড দেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, বগুড়া শহরের জলেশ্বরীতলায় অভিযান চালিয়ে কোচিং খোলা রাখার অপরাধে ‘সৌরভ ইংলিশ টিউটর হোম’ নামে কোচিং সেন্টারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। পরে শহরের রাজা বাজার, ফতেহ আলী বাজারে পেঁয়াজের দাম মনিটরিং করা হয়। এসময় মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে এক পেঁয়াজ ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।