রাণীশংকৈলে আ.লীগের পদ বঞ্চিতদের বিক্ষোভ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কমিটিতে স্থান না পাওয়ায় মানববন্ধন, বিক্ষোভ ও অগ্নিসংযোগ করেছেন আওয়ামী লীগের পদ বঞ্চিতরা।
বৃহস্পতিবার (৩ জুন) উপজেলার পূর্ব চৌরাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখেন বিক্ষুব্ধরা।
কর্মসূচিতে রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শাহরিয়ার আজম মুন্না, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি রফিউল ইসলাম, সাবেক মেয়র ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আলমগির সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আনিসুর রহমান বাকী প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ত্যাগী নেতাদের বাদ দিয়ে কমিটি করেছে রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সইদুল হক। এই কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি করার দাবি জানান তারা।
জেলা আওয়ামী লীগের সভাপতির সাদেক কুরাইশী বলেন, সমন্বয় করে কমিটি গঠন করা হয়েছে। দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি গোষ্ঠী চক্রান্ত করছে। দলের বিরুদ্ধে অবস্থান নিলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাণীংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, পদ বঞ্চিতরা শহরে বিক্ষোভ ও টায়ারে আগুন জালিয়ে রাস্তা অবরোধ করার চেষ্টা করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তানভীর হাসান তানু/আরএইচ/জিকেএস