পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে অভিযান, ব্যবসায়ীর জরিমানা
পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে বগুড়ার শেরপুরে অভিযান চলিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩জুন) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন এ অভিযান চালান।
আদালত সূত্রে জানা যায়, একটি অসাধু চক্র পেঁয়াজের বাজার অস্থিতিশীল করার পাঁয়তারা করছেন। নানা অজুহাতে দাম বাড়িয়ে পেঁয়াজ বিক্রির মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টায় লিপ্ত চক্রটি। ফলে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় উপজেলার বারোদুয়ারী হাটসহ স্থানীয় একাধিক হাট-বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন। এসময় বারোদুয়ারী হাটে বাড়তি দামে পেঁয়াজ বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন বলেন, পেঁয়াজের বাজার অস্থিতিশীল করার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধেও অভিযান শুরু করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আরএইচ/এমকেএইচ