কোয়ারেন্টাইনে থাকা ভারতফেরত ৪ জনের করোনা পজিটিভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমিনরহাট
প্রকাশিত: ১০:১০ পিএম, ০৩ জুন ২০২১

লালমনিরহাটের দহগ্রাম হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা চারজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুন) পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, উপজেলার দহগ্রাম ইউনিয়নের সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে আসা বেদে পরিবারের ২৩ বাংলাদেশি নাগরিকের মধ্যে চার ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে তাদের শরীরে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট আছে কি না তা জানা যায়নি।

তিনি আরও বলেন, বিকেলে করোনা পজিটিভ ওই চার ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।

এর আগে ১৭ মে (সোমবার) অবৈধ পথে ভারত থেকে ২৩ জনের একটি বেদে সম্প্রদায়ের দল বাংলাদেশে প্রবেশ করেন। পাটগ্রামে আসার পথে তিনবিঘা করিডর ফটকে বিজিবি সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের দহগ্রাম-আঙ্গারপোতা ১০ শয্যা হাসপাতালে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়।

দহগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল প্রধান বলেন, দহগ্রাম হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ২৩ জন্য মধ্যে চারজনের করোনা পজিটিভ এসেছে। ওই চারজনকে এখানে চিকিৎসা নিতে হবে।

রবিউল হাসান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।