ব্রাহ্মণবাড়িয়ায় তরুণীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৩:২৩ এএম, ০৪ জুন ২০২১

ব্রাহ্মণবাড়িয়ায় ফাতেমা (২১) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুন) রাত ৯টার দিকে জেলা শহরের দাতিয়ারা ওয়াবদা পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ফাতেমা নাসিরনগর উপজেলার কুদরত মিয়ার মেয়ে এবং জেলা শহরের উত্তর মৌড়াইলে একটি বাড়িতে ভাড়া থাকতেন।

শহর ২নং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোত্তালিব বলেন, ‘মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। তার পরিচয় শনাক্ত করা গেছে। তিনি স্বামী পরিত্যক্তা। তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরে বাসা ভাড়া নিয়ে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন।’

তিনি আরও বলেন, ‘মরদেহের সুরতহাল করার পর জানা যাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি-না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’

আবুল হাসনাত মো. রাফি/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।