জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল চাচা-ভাতিজার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৪:৫১ পিএম, ০৪ জুন ২০২১
প্রতীকী ছবি

জামালপুরের ইসলামপুরে মাইকের তারে বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ জুন) সকালে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, একই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে রিপন (৩৫) ও শাহাজালালের ছেলে আলিফ হাসান (১২)।

ইসলামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান বলেন, শুক্রবার সকালে রিপনের মুদি দোকানে হালখাতা চলছিল। এসময় মাদরাসাছাত্র আলিফ হাসান দোকানের পাশে হালখাতার জন্য মাইক বাধা বাঁশের খুঁটিটি ঘুরাতে গেলে বিদ্যুতের তারে মাইকটির স্পর্শ লাগে। এতে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়। এদিকে তাকে বাচাঁতে গিয়ে চাচা রিপনও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থাল পরিদর্শন করেছে। পরিবার ও এলাকাবাসী আবেদনে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি দাফন করা হয়েছে বলে জানান তিনি।

এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।