নোয়াখালী পৌরসভাসহ ৬ ইউনিয়নে এক সপ্তাহের লকডাউন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৬:৩১ পিএম, ০৪ জুন ২০২১

নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ছয় ইউনিয়নে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসন।

শনিবার (৫ জুন) সকাল ৬টা থেকে ১১ জুন (শুক্রবার) রাত ১২টা পর্যন্ত সাতদিনের এ লকডাউন বলবত থাকবে বলে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় জানানো হয়েছে।

এর আগে শুক্রবার (৪ জুন) বিকেল ৪ টায় জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান এ ঘোষণা দেন।

নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার নোয়ান্নই, কাদিরহানিফ, বিনোদপুর, অশ্বদিয়া, নেওয়াজপুর ও নোয়াখালী ইউনিয়ন সম্পূর্ণরূপে লকডাউনের আওতায় থাকবে। সংকটকালীন সময়ে আতঙ্কিত না হয়ে শান্ত থাকা ও সতর্ক থেকে লকডাউন কার্যক্রমে সহযোগিতা করার আহ্বানও জানান জেলা প্রশাসক।

jagonews24

তবে জরুরি সেবা বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট, চিকিৎসা সেবা, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী পরিবহন কাজে নিয়োজিত যানবাহনের পরিসেবা সমূহ চালু থাকবে বলেও সভায় জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় নোয়াখালী সদর উপজেলায় ৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একজনের মৃত্যু হয়েছে। এ উপজেলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৩ জন ও মোট আক্রান্ত হয়েছেন তিন হাজার ১৪০ জন।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।