বাড়ি ফেরা হলো না মেডিকেল টেকনোলজিস্ট ইফাদের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ০৪ জুন ২০২১

শুক্রবার ছুটির দিনে বাবা-মাকে দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে মেডিকেল টেকনোজিস্ট এক তরুণের। কক্সবাজার সদরের উপকূলীয় মহাসড়কের চৌফলদন্ডী ব্রিজের খুরুশকুল মিঠাপুকুর এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কায় তার মৃত্যু হয়।

শুক্রবার (৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শোয়াইবুল ইসলাম ইফাদ (২৫) সদরের ঈদগাঁও থানার পোকখালীর গোমাতলী চরপাড়ার নুরুল কবিরের ছেলে ও তিনি এক সন্তানের জনক। ইফাদ কক্সবাজার শহরের ইউনিয়ন হাসপাতালের ল্যাব টেকনোলজিস্ট হিসেবে কর্মরত ছিলেন।

কক্সবাজার শহরের ইউনিয়ন হাসপাতালের ব্যবস্থাপক আনোয়ার হোসেন জানান, শুক্রবার বন্ধ থাকায় ইফাদ বাবা-মাকে দেখতে তার কর্মস্থল থেকে বাড়িতে যাচ্ছিলেন। কক্সবাজার শহরের বাসা থেকে মোটরসাইকেলযোগে বের হয়ে খুরুশকুল সেতু পৌঁছানোর মুহূর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়।

এতে আরোহী ইফাদ গুরুতর আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি জানান, গত রমজান মাসের শেষ দিকে ইফাদ ঈদগাঁও বাজারস্থ মাতব্বর মার্কেটের দ্বিতীয় তলায় নতুন একটি ল্যাব করে তাও চালাতেন। ইউনিয়ন হাসপাতালে দায়িত্ব পালন শেষে তিনি ঈদগাঁওস্থ ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে বসতেন।

তরুণের এমন মর্মান্তিক মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহটি সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত ছাড়া তার দাফনের অনুমতি পেতে পরিবার থেকে আবেদন করা হয়েছে। অনুমতি পেলে তাকে বাবার বাড়ির সামাজিক কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, ইফাদের নানা এবং দাদির পৈত্রিক বাড়ি ইসলামপুর নতুন অফিস বাঁশকাটা হওয়ায় তার বেড়ে ওঠা ও পরিচিতিটা ওখানেই বেশি। তাই সকলে তাকে নতুন অফিসের ইফাদ বলেই জানে।

সায়ীদ আলমগীর/এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।