রাজশাহীতে র্যাবের হাতে গ্রেফতার ৪
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় আলাদা অভিযানে চারজনকে গ্রেফতার করেছে র্যাব-৩। এদের মধ্যে রেজাউল করিম রেন্টু (২৯) এবং আল আমিন (১৯) নামে দুজন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর। এছাড়া, গ্রেফতার হারুনুর রশীদ (২৮) পলাতক এবং নাইমুল ইসলাম (২৫) একটি নিয়মিত মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ জুন) র্যাব-৩ এর সদস্যরা তাদের গ্রেফতারের পর দুর্গাপুর থানায় হস্তান্তর করে। এদের মধ্যে প্রথমোক্ত দুজনের বিরুদ্ধে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
র্যাব-৩ জঙ্গি সেলের অপারেশন টিমের হাতে গ্রেফতার রেন্টু ও আল আমিনের কাছ থেকে তিনটি জিহাদী বই, দুটি মোবাইল ফোন এবং একটি ছুরি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী।
তিনি গণমাধ্যমকে বলেন, ‘উপজেলার ঝাঁলুকা ইউনিয়নের কাঁঠালবাড়ীয়া গ্রামের রেজাউল করিম রেন্টু (২৯) এবং আল আমিনকে (১৯) তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতারের পর বৃহস্পতিবার দুর্গাপুর থানায় হস্তান্তর করে ঢাকা র্যাব-৩ জঙ্গি সেলের অপারেশন টিম। পরে তাদের বিরুদ্ধে থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের হয়েছে।’
তিনি আরও বলেন, ‘গ্রেফতারদের শুক্রবার দুপুরের দিকে জেলহাজতে পাঠানো হয়েছে। রেজাউল করিম ও আল আমিন নিষিদ্ধ আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।’
এছাড়া, বৃহস্পতিবার রাতে থানার সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করা হয়। তারা হলেন- উপজেলার নান্দিগ্রামের হারুনুর রশীদ (২৮) এবং নিয়মিত মামলার আসামি নারিকেলবাড়ীয়া গ্রামের নাইমুল ইসলাম (২৫)। তাদের দুজনকেও অন্য দুজনের সঙ্গে জেল হাজতে পাঠানো হয়েছে।
ফয়সাল আহমেদ/এসএস