কক্সবাজারে পাহাড়ধসে রোহিঙ্গা নারী-পুরুষের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৫:৩১ পিএম, ০৫ জুন ২০২১

কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুন) টেকনাফের চাকমারকুল ও উখিয়ার বালুখালী ময়নারঘোনা ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের শাকের আহমেদের স্ত্রী নুর হাসিনা (২০) ও উখিয়ার বালুখালী ময়নারঘোনা ক্যাম্পের মৃত অছিউর রহমানের ছেলে রহিম উল্লাহ (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার ভোর থেকে থেমে থেমে বৃষ্টির ফলে দুপুর দেড়টার দিকে টেকনাফের চাকমারকুল ক্যাম্পের শাকের আহমেদের বসতঘর সংলগ্ন পাহাড় ধসে পড়ে। এতে নুর হাসিনা মাটিচাপা পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে উদ্ধার করে ‘সেফ দ্য চিলড্রেন’ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে দুপুরে উখিয়ার বালুখালী ময়নারঘোনা ক্যাম্পে পাহাড়ের মাটি খনন করতে গিয়ে রফিক উল্লাহ নামের এক রোহিঙ্গা মাটিচাপা পড়েন। খবর পেয়ে পুলিশ সদস্যরা তার মরদেহ উদ্ধার করে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ নাঈমুল হক বলেন, আইনগত প্রক্রিয়া শেষ করে নিহত রোহিঙ্গাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সায়ীদ আলমগীর/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।