কৃষিজমির মাটি কেটে ইটভাটায় ব্যবহার, মালিককে ৫০ হাজার জরিমানা
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বালিহুদা গ্রামে ব্রিজের কাছে কৃষিজমি থেকে মাটি কেটে ইটভাটায় মাটি বিক্রি করার অভিযোগে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় এক ইটভাটা মালিকসহ পাঁচ ট্রাক্টরচালককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
রোববার (৬ জুন) বিকেল ৩টার দিকে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মুনিম লিংকন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক এসএম মুনিম লিংকন জানান, জীবননগর হিরো ব্রিক্সের মালিক আতিয়ার রহমান উপজেলার বালিহুদা গ্রাম থেকে কৃষিজমির মাটি কিনে নিজের ইটভাটায় নিচ্ছিলেন। এ অভিযোগের ভিত্তিতে রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ইটভাটা মালিক আতিয়ার রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে গ্রামীণ সড়ক নষ্ট করার অপরাধে ট্রাক্টরচালক কন্দর্পুর গ্রামের মৃত মোল্লা মণ্ডলের ছেলে আলম হোসেমকে ২০ হাজার টাকা, সুটিয়া গ্রামের আব্দুল মোতালেব হোসেনের ছেলে সাগরকে ২০ হাজার টাকা, রবিউল হকের ছেলে সুমনকে ২০ হাজার টাকা, বাঁকা গ্রামের মন্টু মিয়ার ছেলে জুয়েলকে ২০ হাজার টাকা ও কাটাপোল গ্রামের দুখু মিয়ার ছেলে বাদুকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সালাউদ্দীন কাজল/এসআর/জিকেএস