বন্ধ ক্যাম্পাস ভরে গেছে ঘাসফুলে
দিনাজপুর সরকারি কলেজের বন্ধ ক্যাম্পাসে কোলাহলমুক্ত পরিবেশে প্রকৃতি সেজেছে নতুন সাজে। চারদিকে সবুজের সমারোহ। ঘাসে ঘাসে সাদা ফুলসহ নানা ফুলে ভরে আছে কলেজ প্রাঙ্গণ ও মাঠ। সবুজ পাতায় ভরে গেছে গাছ।
করোনাভাইরাস সংক্রমিত হওয়ার আশঙ্কায় দেশে গত বছরের ১৮ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। বন্ধের মাঝে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শনিবার (৫ জুন) সকালে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে দিনাজপুর সরকারি কলেজ কর্তৃপক্ষসহ বিভিন্ন সামাজিক সংগঠন।

ক্যাম্পাসে সবুজের সমারোহ দেখে দিনাজপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুস সালাম আজাদ, পরিষদের সাধারণ সম্পাদক মো. দাইমুল ইসলামসহ কলেজের শিক্ষকসহ উপস্থিত সামাজিক সংগঠনের সদস্যরা অভিভূত হন।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুস সালাম আজাদ বলেন, ‘সবুজায়ন বাড়াতে ক্যাম্পাসে গাছ লাগানোর উদ্যোগ নেয়া হয়েছে। প্রকৃতিকে উপভোগ করার জন্য ক্যাম্পাসে সবুজের মাঝখানে শিক্ষার্থীদের জন্য ছাউনি তৈরি করা হবে। ক্যাম্পাসের ছোট ছোট টিলাকে সবুজের সমারোহে সাজিয়ে তোলা হবে। সবুজ ক্যাম্পাস মনকে আবারও নতুন কিছু করার স্বপ্ন দেখাচ্ছে।’
এমদাদুল হক মিলন/এসজে/এমকেএইচ