ইয়াবা বিক্রির সাড়ে ৫ লাখ টাকাসহ মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১২:৪৩ পিএম, ০৭ জুন ২০২১

কক্সবাজারের রামু উপজেলার কলঘরে অভিযান চালিয়ে ৫ হাজার ৪৬০ পিস ইয়াবা ও মাদক বেচাকেনার ৫ লাখ ৬৬ হাজার ৬০০ টাকাসহ জসিমউদ্দিন (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি একাধিক মামলার পালাতক আসামিও বলে জানায় পুলিশ।

সোমবার (৭ জুন) ভোর সাড়ে ৬টায় চাকমারকুলের ১নং ওয়ার্ডের আলী হোসেন সিকদার পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

jagonews24

গ্রেফতার জসিমউদ্দিন একই এলাকার মৃত কবির আহাম্মদের ছেলে।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জসিম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।’

‘জিজ্ঞাসাবাদে জসিমের দেয়া তথ্য অনুযায়ী, বসতঘরে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির ৫ লাখ ৬৬ হাজার ৬০০ টাকা ও ৫ হাজার ৪৬০ পিস ইয়াবা জব্দ করা হয়।’

jagonews24

ওসি আরো বলেন, ‘জসিমের বিরুদ্ধে হত্যা, নারী নির্যাতন ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে তিনি নিজেই স্বীকার করেছেন। আজকের ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হচ্ছে।’

সায়ীদ আলমগীর/এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।