ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আক্রান্ত হয়ে প্রধান শিক্ষিকার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৪:২৩ পিএম, ০৭ জুন ২০২১

ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেলিনা আক্তার (৫০) নামে এক প্রধান শিক্ষিকা মারা গেছেন।

রোববার (৬ জুন) রাতে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি কসবা পৌর এলাকার তারাপুর ইদ্রিছ মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আনিছুল হক ভূঁইয়া। তিনি বলেন, ‘সেলিনা ক্যানসারে ভুগছিলেন। পাশাপাশি সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’

আনিছুল হক আরও বলেন, ‘আমাদের ভাইবোনদের মধ্যে সবার ছোট ছিল সেলিনা। সে এভাবে আমাদের ছেড়ে চলে যাবে কখনো ভাবতে পারিনি।’

সেলিনা আক্তার এক ছেলে ও এক মেয়ের জননী। এর আগে তিনি কসবা পৌর শহরের বগাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। সেলিনা আক্তারের স্বামী মো. বদিউল আলম সরকার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা। তিনি অগ্রণী ব্যাংক লিমিটেড আখাউড়া শাখার ব্যবস্থাপক।

আবুল হাসনাত মো. রাফি/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।