ঘরের চালা ঠিক করতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ০৭ জুন ২০২১
ফাইল ছবি

পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলায় বজ্রপাতে স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। সোমবার (৭ জুন) দুপুরে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের গুয়ারেখা গ্রামের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের বাসিন্দা আবুল কালাম শেখ (৫২) ও তার স্ত্রী জাহানারা বেগম (৪০)।

গুয়ারেখা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর জানান, দুপুরে রান্না ঘরের চালা মেরামতের জন্য আবুল কালাম চালের ওপর ওঠেন। এ সময় রান্না ঘরের নিচে থেকে তার স্ত্রী জাহানারা বেগম তাকে সাহায্যে করছিলেন। তখন হঠাৎ বজ্রপাতে স্বামী ও স্ত্রী দুজনই মারা যান।

স্বরূপকাঠী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবীর মো. হোসাইন জানান, দুজনের মরদেহ তাদের বাড়িতে আছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।