আম কুড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল দুই বোনের
প্রতীকী ছবি
দিনাজপুরের হাকিমপুরে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে দুই বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৭ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার খট্টা মাধবপাড়া ইউনিয়নের লোহাচড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- মহসিনা (১২) ও মোবাশ্বেরা (৭)। তারা ওই গ্রামের মো. মফিজ উদ্দিনের মেয়ে।
স্থানীয়রা জানান, বিকেলে বৃষ্টি শুরু হলে বাড়ির পাশের বাগানে আম কুড়াতে যায় দুই মহসিনা ও মোবাশ্বেরা। হঠাৎ বজ্রপাতে দুজন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
খট্টা মাধবপাড়া ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মকলেছুর রহমান বলেন, বজ্রপাতে দুই শিশুর মৃত্যুর বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।
এমদাদুল হক মিলন/আরএইচ/এমএস