মুন্সিগঞ্জে মাদকাসক্ত ছেলেকে ছুরিকাঘাতে হত্যা, বাবা আটক
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় মাদকের টাকার জন্য বাবাকে মারধর করছিল মাদকাসক্ত ছেলে। অতিষ্ঠ হয়ে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করেন বাবা।
সোমবার (৭ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার দেউলভোগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম লিমন বেপারী (৩২)। এ ঘটনায় তার বাবা গিয়াসউদ্দিন বেপারীকে (৬৫) আটক করেছে শ্রীনগর থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে বাবার ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে মাদকের টাকার জন্য বায়না ধরেন লিমন। এতে রাজি না হওয়ায় বাবাকে মারধর শুরু করেন তিনি। উপায় না দেখে বাবা গিয়াসউদ্দিন পাশের চায়ের দোকানের ছুরি দিয়ে ছেলের বুকে আঘাত করেন। এ সময় লিমন মাটিতে লুটিয়ে পড়লে গিয়াসউদ্দিন ও স্থানীয়রা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক লিমনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে গিয়াসউদ্দিনকে আটক করে।
এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেদায়াতুল ইসলাম ভূঞা বলেন, ছেলেকে হত্যার অভিযোগে বাবাকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
আরাফাত রায়হান সাকিব/এসএস/এএসএম