শাটার খুলেই দেখেন ৭ লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ০৭ জুন ২০২১

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি বাজারে হার্ডওয়ারের দোকানের তালা কেটে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা নগদ টাকাসহ প্রায় সাত লাখ টাকার মালামাল নিয়ে গেছেন।

রোববার (৬ জুন) দিবাগত রাতে ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি বাজারে ভাই ভাই হার্ডওয়্যার স্টোরে এই চুরির ঘটনা ঘটে।

jagonews24

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দিনাজপুর-ঢাকা মহাসড়কের রাঙ্গামাটি বাজারে অবস্থিত ভাই ভাই হার্ডওয়্যার স্টোর। স্টোরের মালিক হারুন উর রশিদ প্রতিদিনের মতো বেচাকেনা শেষে রোববার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। সোমবার (৭ জুন) সকালে এসে দোকানের তালা খুলতে গিয়ে দেখেন চারটি তালা কাটা অবস্থায় পড়ে আছে। এসময় তিনি দোকানের শাটার তুলে দেখেন ভেতরে এলোমেলো অবস্থা। অনেক মালামাল নেই।

jagonews24

চোরের ক্যাশবক্সের ২১ হাজার টাকাসহ পানির মোটর, হাইস্পিড ফ্যান, ফিটিংস ও ইলেক্ট্রনিক সামগ্রী চুরি করে নিয়ে গেছেন। যার আনুমানিক মূল্য ৭ লাখ টাকা।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান চুরির বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

এমদাদুল হক মিলন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।