মোটরসাইকেলে ঘুরে বেড়ালেন করোনা আক্রান্ত সেই চেয়ারম্যান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০২:২৬ পিএম, ০৮ জুন ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়েও মোটরসাইকেলে করে বিভিন্ন এলাকায় ঘুরে বেরিয়েছেন সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলাম।

সোমবার (৭ জুন) তার ঘোরাঘুরির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে, চেয়ারম্যান মোটরসাইকেলে বসে আছেন। একজন ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে তাকে নিয়ে যাচ্ছেন।

সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত হওয়ার পর বৃহস্পতিবার (৩ জুন) দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনা নমুনা দেন চেয়ারম্যান সাইফুল ইসলাম। শনিবার (৬ জুন) সন্ধ্যায় রিপোর্ট পজিটিভ আসে। পরদিন তার বাড়ি লকডাউন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

এ বিষয়ে দেবহাটা ইউএনও তাছলিমা আক্তার বলেন, সাইফুল ইসলামকে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। একই সঙ্গে পরিবারের অন্য সদস্যদেরও করোনা পরীক্ষার পরামর্শ দেয়া হয়েছে। কোয়ারেন্টাইন উপেক্ষা করে তিনি বাইরে বেরিয়েছেন জানতে পারার সঙ্গে সঙ্গে তাকে আবারো বাড়িতে ফেরত পাঠানো হয়েছে।

ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম মোটরসাইকেল নিয়ে বের হওয়ার বিষয়টি স্বীকার করে জাগো নিউজকে বলেন, ‌‘আমি এমআরআই (ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং) করার জন্য বাড়ি থেকে বের হয়ে হাসপাতালে গিয়েছিলাম। হাসপাতাল থেকে ফিরে বাড়িতে রয়েছি।’

আহসানুর রহমান রাজীব/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।