ঘুমন্ত অবস্থায় সাপের কামড়, প্রাণ গেল কিশোরের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৩:১৭ পিএম, ০৮ জুন ২০২১
ফাইল ছবি

চুয়াডাঙ্গা সদর উপজেলার মোহাম্মদজুমা গ্রামে সাপের কামড়ে তারিক হোসেন (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ জুন) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

মৃত তারিক হোসেন একই উপজেলার মোহাম্মদজুমা গ্রামের জামান হোসেনের ছেলে।

তারিক হোসেনের পরিবারের সদস্যরা জানান, ঘুমন্ত অবস্থায় সোমবার (৭ জুন) দিবাগত রাত ১২টার দিকে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে তার শারীরিক সমস্যা দেখা দিলে এলাকার এক ফার্মেসি থেকে তার শরীরে একটা ইনজেকশন প্রয়োগ করা হয়। তখন শরীর কিছুটা স্বাভাবিক হলেও ভোর ৪টার দিকে আবার শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয়। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিনি মারা যান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা আহমেদ জানান, তারিক হোসেনকে একটি বিষধর সাপ কামড় দেয়। হাসপাতালে নিতে বিলম্ব করায় তার মৃত্যু হয়েছে।

সালাউদ্দীন কাজল/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।