স্পেশাল ট্রেনে আম পরিবহনে ‘সিন্ডিকেটের কবলে’ ব্যবসায়ীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ০৮ জুন ২০২১

চাঁপাইনবাবগঞ্জের আম পরিবহনের জন্য প্রধানমন্ত্রীর দেয়া বিশেষ উপহার ম্যাংগো স্পেশাল ট্রেনেও থাবা বসিয়েছে দালাল সিন্ডিকেট। আম বুকিংয়ের সময় এক সিন্ডিকেট এবং ঢাকায় আম নামানোর সময় আরেক সিন্ডিকেটের কবলে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের।

এতে আম পরিবহনে সরকার নির্ধারিত চার্জের তিনগুণ টাকা দিতে হচ্ছে ব্যবসায়ীদের। দালালির মাধ্যমে নেয়া অতিরিক্ত টাকা কুলি থেকে শুরু করে স্টেশন মাস্টারসহ অনেকের মধ্যে ভাগবাটোয়ারা হওয়ারও অভিযোগ উঠেছে। এতে ব্যাহত হচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেনের কাঙ্ক্ষিত সেবা।

অভিযোগ রয়েছে, একাধিক দালাল আম বুকিংয়ের বিষয়টি নিয়ন্ত্রণ করছেন। দালালদের সুপারিশে স্টেশন কর্তৃপক্ষ আম বুকিং নিচ্ছেন। এতে ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন দালালরা। এমনকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসে বুকিং হওয়া আমও পরিবহন করা হচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেনে।

jagonews24

এদিকে, নিরাপত্তাকর্মীদের জন্য ওই ট্রেনে একটি যাত্রীবাহী বগি সংযুক্ত রয়েছে। কিন্তু সরকারি নির্দেশনায় যাত্রী পরিবহন বন্ধ থাকলেও ওই বগিতে নেয়া হচ্ছে যাত্রী। ফলে চাঁপাইনবাবগঞ্জে চলমান বিধিনিষেধ ভঙ্গ করেই বিভিন্ন গন্তব্যে পৌঁছে যাচ্ছেন অনেকে। প্রশ্নবিদ্ধ হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের প্রশাসন।

মঙ্গলবার (৮ জুন) দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে গিয়ে জানা যায়, প্রতি কেজি আম ঢাকায় পৌঁছাতে সরকারিভাবে ১ টাকা ৩০ পয়সা মূল্য নির্ধারণ করা হয়। তবে ওজন না করেই প্রতি ক্যারেট (২০ থেকে ২২ কেজি) আমে ৫৫ টাকা নিচ্ছে স্টেশন কর্তৃপক্ষ। যা নির্ধারিত মূল্যের দ্বিগুণ। এছাড়া ট্রেনে যাওয়া আম ঢাকার যেকোনো স্টেশনে নামাতে প্রতি ক্যারেটে দিতে হচ্ছে আরও ৫৫ থেকে ৬০ টাকা।

ম্যাংগো স্পেশাল ট্রেনে আম বুকিং দিতে আসা আমিন আলী জানান, ২৬ ক্যারেট আম বুকিং করেছেন। এসব আম ঢাকার কমলাপুর স্টেশনে নামবে। চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে প্রতি ক্যারেটে (২০ থেকে ২২ কেজি) ৫৫ টাকা দিতে হয়েছে তাকে। এসব আম ঢাকায় নামাতে আরও ৫৫ থেকে ৬০ টাকা দিতে হবে। সরকার নির্ধারিত ১টাকা ৩০ পয়সার জায়গায় প্রতি কেজি আম পাঠাতে খরচ হচ্ছে ৪ টাকা ৫০ পয়সা থেকে ৫ টাকা পর্যন্ত।

আম বুকিং দিতে আসা অনেকেই একই কথা জানান।

নাদিম নামে এক ব্যাবসায়ী অভিযোগ করে বলেন, ‘আমাদের আম ঠিকমতো পাঠাতে পারছি না। কিন্তু কুরিয়ার সার্ভিসের আম স্পেশলা ট্রেনে যাচ্ছে। এ নিয়ে আমরা অবরোধও করেছি।’

jagonews24

এ বিষয়ে জানতে চাইলে স্টেশন মাস্টার মো. ওবাইদুল্লাহ বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতিদিন ১৫ মেট্রিক টন আম রাজশাহী হয়ে ঢাকায় পৌঁছায়। সরকার নির্ধারিত প্রতি কেজি আমে পরিবহন চার্জ ১ টাকা ৩০ পয়সা। তবে লেবার খরচসহ প্রতি কেজি ২ টাকা ৫০ পয়সার মতো নেয়া হয়।’

সরকার নির্ধারিত মূল্যের বেশি টাকা নেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘কাঁচা মালের তো পা নেই যে একা একা ট্রেনে উঠবে। বিভিন্ন পরিবহনে আশা আম শ্রমিকদের দিয়ে নামিয়ে নাম্বারিং করে আবার ট্রেনে উঠাতে হয়। যারা আম পাঠাবেন তাদের তো লেবার খরচ দিতেই হবে। স্টেশনে লেবাররা তাদের পারিশ্রমিক নিতে গেলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে এজন্য লেবারসহ পরিবহন চার্জ নিয়ে থাকি।’

কুরিয়ার সার্ভিসে বুকিং হওয়া আমও স্পেশাল ট্রেনে পরিবহনের বিষয়ে জানতে চাইলে স্টেশন মাস্টার বলেন, ‘ম্যাংগো স্পেশাল ট্রেনে এমনটা কখোনই হওয়ার কথা না। তবে কেউ যদি পরিচয় গোপন এমন কাজ করে এটা আমার জানা নেই।’

উল্লেখ্য, পণ্য পরিবহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঢাকা পর্যন্ত দ্বিতীয় বারের মতো চালু হয় ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’। ২৭ মে দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চাঁপাইনবাবগঞ্জ থেকে ম্যাংগো স্পেশাল ট্রেনে প্রতি কেজি পণ্য পরিবহনে খরচ নির্ধারণ করা হয় ১ টাকা ৩০ পয়সা। যেখানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রতি কেজি আম পরিবহনে খরচ পড়ছে ১০ টাকার মতো।

সোহান মাহমুদ/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।