স্ত্রী-সন্তানকে লিচু বাগান দেখানো হলো না, সড়কে ঝরল প্রাণ
স্ত্রী ও সন্তানকে নিয়ে দিনাজপুরের কাহারোলে লিচু বাগান দেখতে যাওয়ার পথে মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে সুমন্ত দাস (৪৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত স্ত্রী ও সন্তানকে এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুন) বিকেল ৪টার দিকে বিরল উপজেলার ৩ নম্বর ধামইর ইউনিয়নের গ্রীধরপুর এলাকার শিমুলতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন্ত দাস দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা চাউলিয়াপট্টি এলাকার বাসিন্দা।
এ ঘটনায় প্রাইভেট কারসহ দু’জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।
পথচারী রাসেল ইসলাম জানান, কাহারোল যাওয়ার পথে তিনি দেখেন দিনাজপুরগামী একটি প্রাইভেটকারের সঙ্গে শিমুলতলা এলাকায় উল্টো দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন। আহত হন মোটরসাইকেলে থাকা তার স্ত্রী ও সন্তান। এ সময় স্থানীয়রা আহত দু’জনকে উদ্ধার করে এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
নিহতের ভাতিজা সৌগত দাস বলেন, ‘আমার কাকা-কাকিমা ও আমার বোনসহ তাদের লিচু বাগান দেখতে বাড়ি থেকে কাহারোলের উদ্দেশে রওনা হন। পরে বিকেলের দিকে আমার বড় কাকুর কাছে একটি ফোন আসে এবং জানানো হয় আমার কাকু সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। কাকিমা মেডিকেলে ভর্তি আছেন।’
বিরল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল কাদের জানান, ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তার স্ত্রী সন্তান দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রাইভেটকারসহ দুজনকে আটক করা হয়েছে।
এমদাদুল হক মিলন/এসজে/জিকেএস