হিলিতে ট্রেনের ধাক্কায় রেল কর্মচারীর মৃত্যু
দিনাজপুরের হিলিতে রেললাইন পার হওয়ার সময় চিলাহাটীগামী রূপসা ট্রেনের ধাক্কায় জাহাঙ্গীর (৪২) নামের এক রেল কর্মচারী নিহত হয়েছেন।
বুধবার (৯ জুন) দুপুর সাড়ে ৩টায় হিলি রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর রাজশাহীর সদর উপজেলার দাসপুকুর গ্রামের মৃত আরমান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার হিলি রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইনের স্লিপারের কাজ শেষে দুপুরে খাবার খেতে যাওয়ার পথে রেললাইনের পার হচ্ছিলেন জাহাঙ্গীর। এসময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী রূপসা ট্রেনের ধাক্কায় লাইনে পড়ে যান তিনি।
পরে তাকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাকিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দীনেস বাবু বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। তদন্ত শেষে এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।
এমদাদুল হক মিলন/এসএমএম/এএসএম