দুইদিন পর ফেরত গেল ৪০ লাখ টাকার সরকারি নিম্নমানের চাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ০৯ জুন ২০২১
ফাইল ছবি

লালমনিরহাটে সরকারি গোডাউনে আসা ১০০ টন নিম্নমানের চাল দুইদিন পর ফেরত দিয়েছেন উপজেলা খাদ্য কর্মকর্তা।

বুধবার (৯ জুন) দুপুরে শহরের শাহজাহান কলোনি এলাকার সরকারি খাদ্য গুদামে আনলোডের অপেক্ষায় থাকা চাল বোঝাই পাঁচটি ট্রাক ফেরত পাঠানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার (৭ জুন) সন্ধ্যার পর গাইবান্ধার বোনারপাড়া সরকারি এলএসডি গোডাউন থেকে পাঁচটি ট্রাকে করে প্রায় ১০০ টন খাবার নিম্নমানের চাল খাদ্য গুদামে আসে। যার আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ টাকা। ওই চাল গোডাউনে ঢুকানোর জন্য ওইদিন রাত থেকে পরদিন রাত পর্যন্ত দেন-দরবার চলে। বিষয়টি গণমাধ্যমকর্মীসহ স্থানীয়রা জানলে সব ভেস্তে যায়। পরে রাতে সাংবাদিকদের জানিয়ে দেয়া হয় ওই নিম্নমানের চাল গোডাউনে ঢোকানো হবে না।

এ ব্যাপারে গুদাম কর্মকর্তা মাহমুদুজ্জামান বলেন, ট্রাকযোগে আসা নিম্নমানের চাল আনলোড না করে ফেরত পাঠানো হয়েছে।

লালমনিরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক রফিকুল ইসলাম বলেন, পরীক্ষা করে দেখা যায় চালগুলো অত্যন্ত নিম্নমানের। তাই ওই চালের ট্রাকগুলো ফেরত পাঠানো হয়েছে।

মো. রবিউল হাসান/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।