নাটোর হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার দিলেন পলক
নাটোর সদর হাসপাতালে করোনা রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে প্রতিমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে কেনা ৩০টি অক্সিজেন সিল্ডিন্ডার নাটোর সদর হাসপাতালে পৌঁছায়। এসময় জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) তারেক যুবায়ের ও সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমার অক্সিজেন সিলিন্ডারগুলো গ্রহণ করেন।
জানা যায়, ৩০টি সিলিন্ডারের মাধ্যমে ১৭৫ কিউবিক মিটার অক্সিজেন সরবরাহ হবে সদর হাসপাতালে। এতে অক্সিজেনের সঙ্কট কিছুটা হলেও কমবে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে বৃহস্পতিবার পর্যন্ত নাটোর সদর হাসপাতালে ৩১ শয্যার বিপরীতে করোনা রোগী ভর্তি রয়েছেন ৪৩ জন।
রেজাউল করিম রেজা/এসএমএম/এএসএম