সাড়ে ৩ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার
বগুড়ার শাজাহানপুরে সাড়ে ৩ গ্রাম হেরোইনসহ সুজন (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১০ জুন) বেলা ১২টার দিকে উপজেলার শাহনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সুজন উপজেলার দুরুলিয়া মধ্যপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে।
র্যাব-১২ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর উপজেলার শাহানগর বাজারে অভিযান চালানো হয়। এসময় বাজারের পশ্চিম পাশে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সামনে দুবলাগাড়ি-কচুয়াদহ রাস্তা থেকে সাড়ে তিন গ্রাম হেরোইনসহ সুজনকে গ্রেফতার করা হয়।
র্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার কিশোর রায় জানান, গ্রেফতার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।
এসআর/এএসএম