নদীতে ভেসে উঠলো মাদরাসা শিক্ষকের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০২:৫৩ পিএম, ১১ জুন ২০২১
ফাইল ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জের করতোয়া নদী থেকে খাজা মিয়া (৪৯) নামের এক মাদরাসার শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ জুন) সকালে উপজেলার পলুপাড়া ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

খাজা মিয়া উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে । তিনি গোবিন্দগঞ্জ পৌরসভার খলসি দাখিল মাদরাসার সহকারী শিক্ষক ছিলেন ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (১০ জুন) সকাল থেকে নিখোঁজ ছিলেন মাদরাসা শিক্ষক খাজা মিয়া। অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি ।পরদিন শুক্রবার সকালে পলুপাড়া ব্রিজের পাশে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেন।

গোবিন্দগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

জাহিদ খন্দকার/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।