দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরলেন আরও ২২ জন
চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে শুক্রবার (১১ জুন) দেশে ফিরেছেন ভারতে আটকে পড়া আরও ২২ জন নারী-পুরুষ। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ভারতের গেদে চেকপোস্ট হয়ে দর্শনা চেকপোস্টে প্রবেশ করেন তারা।
দর্শনা জয়নগর চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম জানান, ভারতের কোলকাতাস্থ বাংলাদেশ দূতাবাস থেকে অনাপত্তিপত্র (এনওসি) নিয়ে শুক্রবার ২২ জন বাংলাদেশি দর্শনা চেকপোস্টে প্রবেশ করেন। সেখানে ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট পরীক্ষায় কারোর শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়নি। পরে তাদের নির্ধারিত পরিবহনযোগে ২০ জনকে চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) এবং দুইজনকে হোটেল ভিআইপিতে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
এনিয়ে গত ২৫ দিনে মোট ৭৭৮ জন বাংলাদেশি দেশে প্রবেশ করলেন।
এসআই আব্দুল আলিম আরও জানান, এ পর্যন্ত মোট ১৬ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখান থেকে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সালাউদ্দীন কাজল/এসআর/এএসএম