চুয়াডাঙ্গা কারাগারে মাথায় আঘাত পেয়ে হাজতির মৃত্যু
চুয়াডাঙ্গা জেলা কারাগারে রবিউল ইসলাম (৪০) নামের এক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত রবিউল চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়ার আনোয়ার হোসেনের ছেলে।
চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার শওকত হোসেন মিয়া বলেন, ‘মাদক মামলায় মেহেরপুরের রবিউল ইসলাম নামের এক আসামির একবছরের সাজা হয়। গত ১৫ মে তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে স্থানান্তর করা হয়।’
তিনি আরও বলেন, ‘শনিবার বেলা ১১টার দিকে জেলখানার অভ্যন্তরে পড়ে গিয়ে মাথায় আঘাত পান রবিউল। সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়।’
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুবুর রহমান বলেন, ‘মাথায় আঘাত পাওয়া অবস্থায় রবিউল ইসলাম নামের একজনকে হাসপাতালে আনা হয়। আমরা তাকে ভর্তির জন্য সবরকম প্রস্তুতি সম্পন্ন করছিলাম। এর কিছুক্ষণ পর তিনি মারা যান।’
শেষ খবর পাওয়া পর্যন্ত রবিউল ইসলামের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা ছিল।
সালাউদ্দীন কাজল/এসএমএম/এএসএম