রায়পুরায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ১২ জুন ২০২১

নরসিংদীর রায়পুরায় নদী ভাঙনের কবল থেকে রক্ষায় বাঁধ নির্মাণ ও অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুন) মেঘনা নদী বেষ্টিত চরাঞ্চল মির্জাচর এলাকার এ কর্মসূচি পালন করেন স্থানীয়রা।

jagonews24

মানববন্ধনে বক্তারা বলেন, রায়পুরায় অব্যাহত নদী ভাঙনে মির্জাচর ইউনিয়নের শান্তিপুর গ্রামবাসীদের আতঙ্কে রাত কাটে। তার ওপর মেঘনা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এ ভাঙন আরও তীব্র হচ্ছে। অব্যাহত মেঘনার ভাঙনে বিলীন হয়ে গেছে শান্তিপুর বাজার, সংলগ্ন কবরস্থান, ঈদগাহসহ বহু ফসলি জমি।

এসময় কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার, নরসিংদী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক খাদেম হোসেন, সমাজ সেবক মো. জালাল উদ্দিন মাস্টার, মো. মহরম আলী বাহাদুর, মো. তকদির হোসেন, মো. মিজানুর রহমান ও হাজী আব্দুল মন্নাফ বক্তব্য রাখেন।

সঞ্জিত সাহা/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।