বাজারের ব্যাগে মিলল ৩২ হাজার টাকার গাঁজা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ১২ জুন ২০২১

পাঁচ টাকা মূল্যের একটি ব্যাগ তল্লাশি করে বগুড়ার আদমদীঘিতে এক কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

মাদক আইনে মামলা দিয়ে শনিবার (১২ জুন) দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

তারা হলেন- উপজেলার শালগ্রামের নূর ইসলামের ছেলে এনায়েতুল্লাহ ইসলাম সুমন (২৮) ও কালাইকুড়ী গ্রামের মফিজ আকন্দের ছেলে আব্দুস সালাম (৪২)।

আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিব হোসেন বলেন, উপজেলার ছাতিয়ান-আদমদীঘি রাস্তার আমতলী নামকস্থানে পাঁচ টাকা মূল্যের একটি বাজারের ব্যাগে গাঁজা বিক্রির উদ্দেশ্যে সুমন ও সালাম অপেক্ষা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের ব্যাগটি তল্লাশি করে এককেজি গাঁজা উদ্ধারসহ তাদের গ্রেফতার করেন।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৩২ হাজার টাকা। অভিনব কায়দায় তারা বেশ কিছু দিন যাবত মাদক বেচা-কেনা করে আসছিলেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, দুই মাদক বিক্রেতাকে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।